Vani Jayram : পদ্মভূষণ বাণী জয়রামের রহস্য মৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার গায়িকার দেহ, শুরু তদন্ত

Updated : Feb 11, 2023 16:52
|
Editorji News Desk

গায়িকা বাণী জয়রামের রহস্য মৃত্যু। শনিবার চেন্নাইয়ের একটি ফ্ল্যাট থেকে গায়িকার দেহ উদ্ধার হয়েছে। ৭৭ বছরের এই গায়িকাকে সদ্যই পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোজের মতোই এদিনও সকালে তাঁর বাড়িতে আসেন পরিচারিকা। কলিং বেল বাজিও ভিতর থেকে কোনও আওয়াজ না পাননি তিনি। বাণীর আত্মীয়দের প্রথমে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। তারপর দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢুকে দেখা যায় গায়িকার দেহ পড়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাঁচটির বেশি ভাষায় প্রায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন দক্ষিণের এই গায়িকা। 

গায়িকা বাণী জয়রামের রহস্য মৃত্যু। শনিবার চেন্নাইয়ের একটি ফ্ল্যাট থেকে গায়িকার দেহ উদ্ধার হয়েছে। ৭৭ বছরের এই গায়িকাকে সদ্যই পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোজের মতোই এদিনও সকালে তাঁর বাড়িতে আসেন পরিচারিকা। কলিং বেল বাজিও ভিতর থেকে কোনও আওয়াজ না পাননি তিনি। বাণীর আত্মীয়দের প্রথমে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। তারপর দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢুকে দেখা যায় গায়িকার দেহ পড়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাঁচটির বেশি ভাষায় প্রায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন দক্ষিণের এই গায়িকা। 

স্বাধীনতার ঠিক দু বছর আগের ৩০ নভেম্বর জন্ম গায়িকার। ১৯৭১ রানে বলিউডে গুড্ডি সিনেমায় প্রথম প্লেব্যাক। তার আগেই অবশ্য কর্নাটকী সঙ্গীতে নিজের নাম অর্জন করেছিলেন বাণী।  প্রায় পঞ্চাশ বছরের সঙ্গীত জীবনে গান গেয়েছেন বাংলা ও হিন্দি-সহ ১৯টি ভাষায়। ১৯৭৫, ১৯৮০ এবং ১৯৯১ সালে সেরা গায়িকা হিসাবে জিতেছেন জাতীয় পুরস্কার। 

১৯৬৯ সালে জয়রামে বিয়ে করে চলে এসেছিলেন তৎকালীন বম্বেতে। পন্ডিত রবি শঙ্করের সুরে মীর সিনামের গানের জন্য বাণী জয়রাম জিতেছিলেন জীবনের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার। হেমা মালিনি ও বিনোদ খান্না অভিনীত এই সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৮০ সালে। 

PoliceSingerchennaiVANI JAIRAAM

Recommended For You

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?
editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ

editorji | বিনোদন

Manoj Kumar : দেশাত্মবোধক সিনেমার জন্য বাড়ি বিক্রি করেন মনোজ কুমার ! শেষজীবনে পেতে হয় যন্ত্রণা

editorji | বিনোদন

Bollywood Movies : ভারতীয় সিনেমার গল্প নিয়ে তৈরি হয়েছে হলিউড ছবি! নাম জানেন?