দুর্ঘটনায় মৃত্যু হল পঙ্কজ ত্রিপাঠির ভগ্নিপতির । গুরুতর আহত অভিনেতার বোনও । জানা গিয়েছে, দিল্লি-কলকাতা জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি । দ্রুত সেখান থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে পঙ্কজের ভগ্নিপতি রাকেশ তিওয়ারিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । অন্যদিকে, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন অভিনেতার বোন সবিতা তিওয়ারি । ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় ।
শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে । জানা গিয়েছে, ওইদিন গাড়িতে করেই গোপালগঞ্জ থেকে আসছিলেন তাঁরা । গাড়ি চালাচ্ছিলেন রাকেশই । হঠাৎ ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় দিল্লি-কলকাতা জাতীয় সড়কের উপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ।
জানা গিয়েছে, দুর্ঘটনায় পঙ্কজের বোন সবিতার পা ভেঙে গিয়েছে । তবে, তিনি আপাতত স্থিতিশীল । অন্যদিকে, রাকেশের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ।