আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পরিচালকদের মধ্যে একেবারে প্রথম সারিতে মৃণাল সেন। পাওলির প্রথম ছবিতে অভিনয় দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মৃণাল সেন। কথা ছিল একসঙ্গে কাজ করারও। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেছে পাওলির। কিন্তু অবশেষে একটা সুযোগ এসে গেল পরিচালকের সঙ্গে কোনও ভাবে জুড়ে থাকার।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যাইয়ের ছবি 'পালান'এ অভিনয় করবেন পাওলি। মৃণাল সেনের জন্ম শতবর্ষে তাঁরই আইকনিক ছবি 'খারিজ' থেকেই অনুপ্রাণিত পালান।
'পালান'এর অংশ হতে পেরে উচ্ছ্বসিত পাওলি। দীর্ঘ একটি পোস্টও করেছেন অভিনেত্রী।