ফের পর্দায় ফেরার কথা ছিল কণ্ঠ-র জুটি পাওলি দাম-শিবপ্রসাদ (Paoli Dam-Shiboprasad Mukherjee) মুখোপাধ্যায়ের। কিন্তু হঠাৎই থেমে গিয়েছে সেই কাজ। ঠিক কী হয়েছে, জেনে নেওয়া যাক।
উইনডোজের (Windoes) প্রযোজনায় 'মুখার্জি দার বউ' পরিচালনা করেছিলেন পৃথা চক্রবর্তী (Pritha Chakraborty)। টলিউডে জোর গুঞ্জন ছিল, একই পরিচালকের হাত ধরে পর্দায় আসতে চলেছে পাওলি-শিবপ্রসাদ জুটি। এবারও সম্পর্কের ওঠাপড়া নিয়েই গল্প। কিন্তু ২০২০ থেকে ভাবনা এগোলেও ছবির কাজ নাকি শুরুই হচ্ছে না এখনও।
Mimi-Ankush: চার বছর পর ফের মিমি-অঙ্কুশ জুটি, দুবাইয়ে শুটিং সেরে ফিরলেন টলিউডের দুই ব্যস্ত তারকা
কেন এই হাল? শোনা যাচ্ছে, ছবির অনেকটা অংশ বাইরে শ্যুট করতে হবে। প্রযোজক সেট তৈরি করে সেই অংশের শ্যুটিং করতে বলেছেন, কিন্তু তাতে মোটেই রাজি নন পরিচালক।
তাহলে, কণ্ঠ-র জুটির পর্দায় ফেরা কি আর হল না? উত্তর দেবে সময়।