বাংলায় 'মেরা নাম জোকার'? খানিকটা সেরকমই বটে। সার্কাসের- গল্প নিয়েই বাংলায় একটি আস্ত ছবি হচ্ছে। নাম, সার্কাসের ঘোড়া, পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay) ও লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। রাজেশ দত্ত এবং ঈপ্সিতা রায় পরিচালিত ছবির প্রথম লুক প্রকাশ্যে। ছবিতে দেখা যাবে ইন্দ্রাণী হালদার,সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়দের।
ছবির গল্প প্রাক্তন সেনা অফিসার মানিকবাবু আর তাঁর স্ত্রীকে ঘিরে। তাঁরা কলকাতায় থাকেন। স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। ছবিতে মানিকবাবুর চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। মানিকবাবুর এক পুত্র সন্তান রয়েছে।
SVF-এর সঙ্গে মতান্তর, থমকে গেল সন্দীপ রায়ের 'ফেলুদা', হত্যাপুরীর রহস্য তাহলে অধরাই?
২০১৯ সালের শীতে একটি প্রথম সারির সার্কাস সংস্থার সঙ্গে চার দিনের চুক্তি করেছিলেন পরিচালক জুটি। চার দিন ধরে শ্যুট চলেছে সেই তাঁবুতে। শীতের সার্কাসের মেজাজ ফের আরেকবার আসতে চলেছে গরমে, সিনেমার ছবি মুক্তি এই গ্রীষ্মেই।