পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ে নিয়ে কয়েকদিন আগেই মেতে উঠেছিল নেটিজেনরা। এবার সেই উৎসাহকেই যেন আরও একটু উসকে দিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তাঁদের বিয়ের নতুন ভিডিয়োটি। যেখানে অভিনেত্রীকে একটি গানের সঙ্গে গলা মেলাতে দেখা যাচ্ছে। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করে পরিণীতি লেখেন- "এই গান 'ও পিয়া, চল চলেয়াঁ', আমার জীবনে এখনও পর্যন্ত গাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ গান"। শুধু তাই নয়, গানের ভিডিয়োটি এত সুন্দরভাবে পরিবেশন করার জন্য অভিনেত্রী ধন্যবাদও জানান তাঁর পুরো টিমকে। গানটি লিখেছেন গৌরব দত্ত। সুর দিয়েছেন গৌরব দত্ত, সানি এম আর এবং হরজ্যোত কৌর।
উল্লেখ্য, বিগত এক সপ্তাহে পেজ থ্রির শিরোনামে দুটোই নাম, পরিণীতি চোপড়া, রাঘব চড্ডা। এখন তাঁরা অফিসিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস। মহা-আড়ম্বরে উদয়পুরের প্রাসাদে চারহাত এক হয়েছে রাঘব-পরিণীতির। বিয়ের নানা মুহূর্তের ছবির পর প্রকাশ্যে এসেছে সেই বিশেষ মুহূর্তের ভিডিয়োও।
একটি ভিডিয়োয় দেখা গিয়েছিল, কনের বেশে পরিণীতি স্লোমোশনে এগিয়ে যাচ্ছেন ছাদনাতলায়। মাথায় রাঘবের নাম বোনা সেই ওড়না। অন্য একটা ভিডিয়োয় দেখা গিয়েছিল সদ্য বিবাহিত দম্পতি এক ছাতার তলায় নাচছেন, ব্যাকগ্রাউন্ডে বাজছে 'কাই পো চে' ছবির শুভারম্ভ গানটি।