টলিউডে করোনার গ্রাসে একের পর এক তারকা। জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly), সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পর একবার করোনা আক্রান্ত অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম স্টেটাসে অভিনেত্রী লেখেন, 'আমি সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিতে চাই। আমি ফের একবার করোনা আক্রান্ত হয়েছি। আমার খুব সামান্য উপসর্গ রয়েছে আর ইতিমধ্যেই আমি নিভৃতবাসে রয়েছি। যাঁরা যাঁরা গত ৩দিনে আমার সংস্পর্শে এসেছেন দয়া করে সবার থেকে নিজেকে আলাদা রাখুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন। সবার কাছে অনুরোধ, মাস্ক পরুন, সুরক্ষাবিধি বজায় রাখুন আর সতর্ক থাকুন।'
ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই বাড়তে শুরু করেছে রাজ্যের করোনা গ্রাফ। রবিবার সাংবাদিক বৈঠকের পর রাজ্য প্রশাসনের তরফে জারি হল কোভিড সংক্রান্ত নানা বিধিনিষেধ।