সিনেমা রিলিজ হয়েছে একমাসেরও আগে। তা সত্ত্বেও, বক্স অফিসে স্বপ্নের দৌড় যেন থামছেই না শাহরুখ খানের 'পাঠান'-এর। এবার জাতীয়স্তরে ৫১১ কোটি টাকার ব্যবসা করে রাজামৌলির 'বাহুবলী: দ্য কনক্লুসন'-কে টপকে গেল যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সাম্প্রতিকতম এই ছবি। আর এর ফলেই সর্বকালের সবথেকে বেশি অঙ্কের ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় শীর্ষে পৌঁছে গেল 'পাঠান'। ছবির ব্যবসার এই অঙ্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। বাহুবলী ২০১৭ সালে রিলিজ করার সময় হিন্দি ভার্শনটিতে ব্যবসা করেছিল ৫১০ কোটি ৯৯ লক্ষ টাকার।
উল্লেখ্য, ছবি মুক্তির তৃতীয় দিনেই ‘পাঠান’ ২০০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছিল । এর আগে বলিউডের আর কোনও ছবি এই নজির গড়তে পারেনি । অতিমারির পর ‘পাঠান’ই প্রথম হিন্দি ছবি যা মুক্তির দিনে সর্বোচ্চ আয় করেছে ।