পাঁচ বছর পর বড় পর্দায় শাহরুখ খান- ম্যাজিক। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে বিপুল ব্যাবসা 'পাঠান'এর। মুক্তির ৫ দিনের মধ্যে সাড়ে ৫০০ কোটির ব্যবসা করেছে 'পাঠান'। ব্যবসার নিরিখে বলিউডের কোনও ছবি ধারে কাছে তো নেই-ই। এমন কী হলিউডের নিরিখেও 'ইতিহাস' তৈরি করেছে ছবিটি। রেকর্ড তালিকায় পাঠান-এর আগে হলিউডের মাত্র ৩ টে ছবি।
দেশে এখনও পর্যন্ত ‘পাঠান’-এর মোট আয় ২৮২ কোটি টাকা। দেশের বাইরে ‘পাঠান’ মুক্তি পেয়েছে ১০০টি দেশের ২৫০০টি পর্দায়। ভারতীয় বাজারে সবচেয়ে দ্রুত আড়াইশো কোটি রোজগারের গণ্ডি পেরনোর নজিরও গড়েছে শাহরুখ, দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম অভিনীত ছবিটি।
এখনও পর্যন্ত প্রথম ৫ দিনের ব্যবসার নিরিখে রেকর্ড তালিকায় ‘পাঠান’-এর আগে রয়েছে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’, ‘পুস ইন দ্য বুটস: দ্য লাস্ট উইশ’ এবং ‘এ ম্যান কলড ওটো’।