রিচা চাড্ডা ও আলি ফজলের বিয়ে নিয়ে ইতিমধ্যেই বহু দর্শক ও ভক্তদের মনে তৈরি হয়েছে উৎসাহ এবং উন্মাদনা। তার একটি কারণ এই দুই জুটির প্রতি ভক্তদের টান। তবে, অপর কারণটি অন্যরকম এবং আরও বেশি জোরালো। যেভাবে ও যে ভঙ্গিতে নিজেদের চারহাত এক করতে চলেছেন এই সেলিব্রিটি জুটি, তা গতানুগতিকতার থেকে অনেকটাই আলাদা। তার মধ্যে একটি হল বিয়ের আমন্ত্রণপত্র। গড়পড়তা নিমন্ত্রণ কার্ডের মতন তাঁদের বিয়ের কার্ড নয়। একটি পুরনো দিনের দেশলাই বাক্সে আঁকা রয়েছে আলি ফজল এবং রিচা চাড্ডার ছবি। তার ওপরে লেখা রয়েছে ‘কাপল ম্যাচেস’। সেটিই নাকি তাঁদের বিয়ের নিমন্ত্রণপত্র! বাক্সটিকে রেট্রো লুক দেওয়ার চেষ্টা হয়েছে। আলি এবং রিচার ছবি আঁকা হয়েছে কিটস্কি পপ আর্ট স্টাইলে। সুত্রের খবর, এই বিয়ের কার্ডটি ডিজাইন করেছেন আলি এবং রিচার অত্যন্ত কাছের এক বন্ধু।
তাঁরা দুজনে বিয়ের সমস্ত অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন ১১০ বছরের পুরনো একটি স্থান। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত দিল্লির ঐতিহ্যাবাহী জিমখান ক্লাব। এমনটাই জানা গিয়েছিল প্রথমে। তবে বিয়ের অনুষ্ঠানের জন্য পুরনো বাড়ি, পুরনো স্টাইল বেছে নিলেও তারকা দম্পতির রিসেপশন কিন্তু মুম্বইতে জমকালোভাবেই আয়োজিত হবে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ৫ দিন ব্যাপী চলবে তারকা দম্পতির বিয়ের যাবতীয় অনুষ্ঠান।