ভারতের ঝুলিতে এসেছে জোড়া অস্কার । বিদেশের মাটিতে ভারতকে গর্বিত করেছে 'আরআরআর' (RRR) । 'নাটু নাটু' (Natu Natu) গানে এসেছে অস্কার । অন্যদিকে,সেরা ডকুমেন্ট্রি শর্ট’বিভাগে পুরস্কার জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ । ৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের (Oscar 2023) মঞ্চে ভারতকে সেরা উপহার দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা কুড়িয়ে নিয়েছে নাটু নাটু ও ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর গোটা টিম । শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।
গোল্ডেন গ্লোবের পর অস্কারের মঞ্চে ফের ভারতকে উজ্জ্বল করেছে 'নাটু নাটু' । এস এস রাজামৌলী, কিরাভানিদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী । লেখেন, "দারুণ! ‘নাটু নাটু’র জনপ্রিয়তা গোটা বিশ্বে । আগামী কয়েক প্রজন্ম এই গানকে মনে রাখবে ।" ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর পরিচালক কার্তিকি গঞ্জালভিজ ও প্রয়োজক গুনিত মংগাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ।
আরও পড়ুন, Oscar 2023: অস্কার জয় 'নাটু নাটু'র, নির্মাতাদের পরিচয় করালেন দীপিকা, ভারতীয় গানে নাচ শিল্পীদের
উল্লেখ্য, ‘টেল ইট লাইক অ্যা ওম্যান’ ছবির অ্যাপলজ, ‘টপ গান ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক পান্থার ওয়াকান্ডা ফরএভারের’ লিফট মি আপের মতো গানের সঙ্গে প্রতিযোগিতায় ফের সেরার তকমা পেল 'নাটু নাটু' । অন্যদিকে, অস্কার জিতে সকলের প্রশংসা কুড়িয়ে নেন দুই নারী ‘সেরা ডকুমেন্ট্রি শর্ট’ বিভাগে ভারতের স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটির সঙ্গে প্রতিযোগিতায় ছিল ‘হাউল আউট’, ‘হাও ডু ইউ মেজার এ ইয়ার’, ‘দ্য মারথা মিশেল এফেক্ট’ ও ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ ছবিগুলি । তবে সেরার তকমা ছিনিয়ে নেন কার্তিকি গঞ্জালভিজ ।