কলকাতায় যাতায়াত বেড়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরী মণির। শোনা যাচ্ছে, কলকাতায় নাকি কেনার জন্য বাড়ি খুঁজছেন তিনি৷ তাহলে কি পাকাপাকিভাবে টলিউডেই কাজ করতে চান এই 'বিতর্কিত' নায়িকা? পরী মণি জানিয়েছেন, টলিউড থেকে যত চিত্রনাট্য পাচ্ছেন, তাতে এখানে বাড়ি না খুঁজে উপায় থাকছে না। বছরের ৬ মাস বাংলাদেশে থাকতে চান তিনি। বাকি ৬ মাস থাকতে চান কলকাতায়।
এর আগে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় কাজ করেছেন পরীমনি। তবে এই প্রথম কাজ করছেন আদ্যন্ত টলিউডি ছবি ' ফেলু বক্সী'তে। এই ছবিতে পরীমনি স্ক্রিন শেয়ার করবেন সোহম এবং মধুমিতার সঙ্গে।
পরী মণি, সোহম, মধুমিতার মতো তিনজনের উপস্থিতিতে পরিচালক দেবরাজ সিনহা কি থ্রিলারের আঙ্গিকে বুনবেন ত্রিকোণ প্রেমের কোনও গল্প? তা অবশ্য এখনও স্পষ্ট নয়।