নিজের ছবি সম্পর্কে এতটা উদাসীন স্বয়ং বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি? এও সম্ভব? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ওপর রীতিমতো বিরক্ত হচ্ছেন দেব (Dev)? বলছি 'কাছের মানুষ' (Kachher Manush)-এর কথা! প্রথমবার একসঙ্গে ছবি করছেন, অথচ ছবির ট্রেলার সম্পর্কে কিছুই জানেন না বুম্বা দা! এতটা অপেশাদার আচরণ তো তাঁর কাছ থেকে প্রত্যাশিত নয়! ব্যাপার কী? আসলে সবই ছবির প্রচার। নানা অভিনব কায়দায় চলে ছবির প্রচার। সম্প্রতি তেমনই একরকম চোখে পড়ল দেবের ইন্সটাগ্রামে।
তাতে দেখা যাচ্ছে বুম্বাদা দেবকেই জিজ্ঞেস করছেন ছবির ট্রেলার কবে বেরোচ্ছে? নায়ক নিজে এখনও কিছুই জানেন না জেনে বেশ অবাক দেব, উত্তরে বলেও দিচ্ছেন ট্রেলার রিলিজের সময়।
Swastika Mukherjee : মায়ের চরিত্রে অভিনয় করা তাঁর কাছে সহজ, বললেন স্বস্তিকা
পুজোর ঠিক আগে মুক্তি পাচ্ছে তাঁদের ছবি, 'কাছের মানুষ'- (Kachher Manush)। ছবির অফিসিয়াল পোস্টার শেয়ার করেছেন দেব-প্রসেনজিৎ দুজনেই।
জুলাই মাসে ছবির সব কাজ শেষ হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় 'কাছের মানুষুরতে প্রস্তুতির নানা ছবি শেয়ার করে নিলেন ইন্ডাস্ট্রি স্বয়ং। টুকরো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেবও।
পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের গ্রীষ্মে। তবে সেই তারিখ পিছিয়ে পরে পুজোর সময়ের কথা জানানো হয়। ছবিতে রয়েছেন ইশা সাহাও (Isha Saha)। ফেব্রুয়ারির শেষেই 'কাছের মানুষ'-এর শুটিং শেষ হয়েছে।