টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma Passes Away) মৃত্যুতে শোকাহত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) । ফেসবুকে মাত্র দু’টি বাক্যেই নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি । লেখেন, "ভাল থেকো ঐন্দ্রিলা । তোমার ইচ্ছাশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক ।" তরুণ অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত গোটা টলিউড (Tollywood) ।
হাসপাতালে ঐন্দ্রিলার টানা ২০ দিনের লড়াইয়ে যেমন পাশে ছিলেন তাঁর পরিবার, বন্ধু সব্যসাচী, ঠিক তেমনই সবসময় সঙ্গে ছিলেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das) । সব্যর সঙ্গে হাসপাতালে দিনের পর দিন নিদ্রাহীন রাত কাটিয়েছেন সৌরভ । কিন্তু, এত লড়াইয়ের পরেও ফিরিয়ে আনা গেল না ঐন্দ্রিলাকে । ঐন্দ্রিলার মৃত্যুর খবর পেয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সৌরভ । তাঁর কথায়, সব কিছুর শেষে কিন্তু জিতে গিয়েছেন ঐন্দ্রিলা ।
আরও পড়ুন, Aindrila Sharma Passes Away: এবার ফিনিক্স হয়ে ফিরলেন না ঐন্দ্রিলা, হল না মিরাকেল, শোকার্ত সারা বাংলা
ফেসবুক পোস্ট করে সৌরভ লেখেন, "ঐন্দ্রিলা জিতে গেল । এর থেকেও ভাল জায়গা, ভাল মানুষ যে তাঁর প্রাপ্য । এখন শান্তির জগতে ঐন্দ্রিলা । মিষ্টি, আমরা তোমাকে খুব ভালবাসি, আর সবসময় ভালবাসব । আর আমি তোমার সব্যর খেয়াল সবসময় রাখব । " সৌরভ যোগ করেন, এই মুহূর্তে সব্যসাচী কথা বলার মতো অবস্থায় নেই । সংবাদমাধ্যমের কাছে তাঁর অনুরোধ, কোনওভাবেই যেন সব্যসাচীর সঙ্গে যোগাযোগ না করা হয় । কোনও প্রশ্ন থাকলে, তাঁর সঙ্গে যেন যোগাযোগ করা হয় । শেষে, সবাইকে ঐন্দ্রিলার লড়াইয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি ।
অন্যদিকে, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ফেসবুকে ডিপি কালো করে অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন । সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন,প্রার্থনা কাজে আসল না । ঐন্দ্রিলাকে সারাজীবন মনে রাখবে সবাই ।