ছোট থেকে বড় পর্দায় টেলিভিশনের জনপ্রিয় জুটি শঙ্খ-মোহর। মৈনাক ভৌমিকের (Mainak Bhowmik) ছবিতে এবার কেন্দ্রীয় চরিত্রে প্রতীক সেন (Pratik Sen), সোনামণি সেন (Sonamoni Saha)। ছবির নাম 'বেহায়া'। ছবিতে আরও একখানা চমক, যার নাম প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)।
মোহর আর শঙ্খর জুটিই তো বেশ ছিল, প্রিয়াঙ্কা এসে সব আলো যদি তাঁর দিকেই কেড়ে নেন? এসব নিয়ে কোনও ভয় নেই সোনামণির। শুধু তাঁদেরই জুটি নিয়ে আবারও গল্প হলে দর্শক দেখবে কেন? স্পষ্ট জবাব অভিনেত্রীর।
Anjan Dutta web series: সমুদ্র সৈকতে খুন! আসছে অঞ্জন দত্তের নতুন সাসপেন্স থ্রিলার
আর শঙ্খ স্যার কতটা বেহায়া এই গল্পে? 'পরিচালক যতটা বলবেন, ততটাই', জানিয়েছেন প্রতীক।
বেডরুম ছবির পর বেহায়াতেই ফের দেখা যাবে মৈনাক ভৌমিক আর প্রযোজক রানা সরকারের জুটি।