পরিণীতি চোপড়ার এনগেজমেন্ট, কিন্তু সদ্য দেশে এসে ঘুরে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, এরই মধ্যে আবার আসতে পারবেন কিনা, সেই নিয়ে ধন্ধে ছিলেন ভক্তরা। কিন্তু চোপড়া পরিবারে উদযাপন, বোনের এনগেজমেন্ট বলে কথা, মিস করা যায়? শনিবার সকালেই দিল্লি বিমানবন্দরে দেখা গেল প্রিয়াঙ্কাকে।
১৩ মে ডি ডে। আপ নেতা রাঘব চড্ডা, অভিনেত্রী পরিনীতি চোপড়ার এনগেজমেন্ট। সেই উপলক্ষেই সেজে উঠছে চোপড়া পরিবারের বাসভবন। সকাল সকাল দিল্লিতে উড়ে এসছেন প্রিয়াঙ্কা, শুক্রবার রাতে লন্ডন বিমানবন্দরেও প্রিয়াঙ্কার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন এক ভক্ত, সেই ছবিও ভাইরাল হয়ে যায়।
রাঘব-পরিনীতির বিয়ের ভেন্যু সেজে উঠছে, বাগদানের পোশাকও তৈরি। শনিবার দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউজে এনগেজমেন্ট হওয়ার কথা। বাগদানের অনুষ্ঠানে পরিনীতি পরবেন মণীশ মালোহোত্রার ডিজাইন করা ল্যাহেঙ্গা। রং মিলিয়ে আচকান পরবেন রাঘব, তাঁর মামার ডিজাইন করা।