তেহরানে ২২ বছরের মাহসা আমিনির মৃত্যু নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া একটি সাদা কালো ছবি শেয়ার করে লম্বা পোস্ট লিখে সমর্থন জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল বিশ্ব রাজনীতি ৷ ইরানের মহিলারা এই ঘটনার প্রতিবাদে নিজেদের চুল কেটে প্রতিবাদে সামিল হয়েছেন। এই বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব জুড়েই। এবার এই প্রতিবাদকে সমর্থন জানালেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা তাঁর পোস্টে লেখেন, "হিজাব না পরায় অন্যায়ভাবে মাহসাকে ইরানে গ্রেফতার করা হয়। এর বিরুদ্ধে যে মহিলারা চুল কেটে প্রতিবাদ জানিয়েছেন, আওয়াজ তুলেছেন তাদের কার্যত কুর্নিশ জানিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি আরও বলেছেন, এতদিন যাদের কণ্ঠ জোর করে বন্ধ রাখা হয়েছিল তারা একদিন আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে।"
আরও পড়ুন- উত্তরকাশীতে তুষারঝড়ে লাফিয়ে বাড়চ্ছে মৃত্যু মিছিল, উদ্ধার ১৯ জনের দেহ
গত ১৩ সেপ্টেম্বর মাহসা আমিনি ও তার ভাইকে তেহরান মেট্রো স্টেশন থেকে গ্রেফতার করা হয় । ইরানের কঠোর হিজাব এবং শালীন পোশাক নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল, এরপর তিনদিন কোমায় থাকার পর হেফাজতেই মৃত্যু হয় মাহসা।