এই প্রথম বাংলা ছবিতে 'জওয়ান' খ্যাত অভিনেতা। মারাঠি অভিনেতা উমাকান্ত পাতিলের সঙ্গে বাংলা ছবিতে প্রিয়াঙ্কা সরকার।
শুটিং শুরু হচ্ছে নারীকেন্দ্রিক ছবি 'ভামিনী'র। এই প্রথম জুটিতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার এবং তথাগত মুখোপাধ্যায়কে। উমাকান্ত পাতিলেরও এটাই প্রথম বাংলা ছবি। সপ্তাহ দুয়েক আগে শুটিং করতে বাংলায় চলেও এসেছেন। ছবির পুরো শুটিং হবে বালুরঘাটে। ছবির পরিচালনায় স্বর্ণায়ু মৈত্র।
Abhishek Banerjee: মমতা কী দিয়েছেন, কী দেননি মোদী, বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে বললেন অভিষেক
'ভামিনী'র কেন্দ্রে নারী চরিত্রে। দক্ষিণ দিনাজপুরের লোকনৃত্য গমীরাকে ঘিরে এগিয়েছে ছবির গল্প, খুব শিগগির শুরু ছবির শুটিং।