কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন টলিউডের 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ২৯ তম আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব৷ চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। উৎসবকে কেন্দ্র করে কলকাতায় বসবে চাঁদের হাট৷ তার আগে বুম্বাদাকে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা নিঃসন্দেহে বড় পদক্ষেপ।
২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের দায়িত্ব গত কয়েক বছরের মতোই সামলাবেন রাজ চক্রবর্তী।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিগত বেশ কিছু বছর ধরেই উপস্থিত থাকেন শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন, এবারও দুই কিংবদন্তি থাকছেন কিনা, তা এখনও জানা যায়নি, তবে মমতার অনুরোধে উপস্থিত থাকছেন সলমন খান। মুম্বই থেকে মঙ্গলবার এ খবর নিশ্চিত করলেন ভাইজান নিজে।