গ্রেফতার আল্লু অর্জুন। দেশ জুড়ে রমরমিয়ে চলছে পুষ্পা-২। রিলিজের আগে থেকেই হিড়িক পড়ে গিয়েছিল এই ছবি ঘিরে। ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা-২ এর প্রিমিয়ারে কলাকুশলীরা আসতেই হুলুস্থুল শুরু হয়ে গিয়েছিল। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর হয়। শুক্রবার এই ঘটনায় গ্রেফতার করা হল আল্লু অর্জুনকে। অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছে চিকাডপল্লী পুলিশ স্টেশনে।
বানজারা হিলের বাড়ি থেকে গ্রেফতার করা হয় সুপারস্টার আল্লুকে। অভিযোগ হল কর্তৃপক্ষকে না জানিয়ে প্রিমিয়ারে যান আল্লু। আগাম কোনও রকম খবর না থাকায় ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হয়ে যায় হল কর্তৃপক্ষের। তার জেরেই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ। মৃতার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়, সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভিনেতাকে।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর পুষ্পা ২-এর প্রিমিয়ারে সিনেমার মিউজিক ডিরেক্টর শ্রীপ্রসাদের সঙ্গে পৌঁছেছিলেন আল্লু। প্রিয় অভিনেতাকে একঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় থিয়েটারে উপস্থিত দর্শকদের মধ্যে। ভিড়ের চাপে ভেঙে পড়ে থিয়েটারের মেইন গেট। ঐদিন পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় বছর ৩৫ এর এক মহিলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁর ৯ বছরের ছেলেকেও।