অপেক্ষা আজকের নয়, ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত ‘পুষ্পা ২’ এর অপেক্ষা শুরু হয়ে গিয়েছিল। আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল' ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবি গুলির মধ্যে একটি। ৮ এপ্রিল, আল্লু অর্জুনের জন্মদিনের দিনেই সামনে এল ‘পুষ্পা ২’ এর টিজার। প্রথম ঝলকেই কয়েকগুণ বেড়ে গিয়েছে দর্শকদের কৌতূহল।
Kajol: বৃষ্টিভেজা পার্ক স্ট্রিট, ওটা কে...কাজল না.....
মাত্র কয়েক সেকেণ্ডের টিজারেই আলুর ধামাকাদার এন্ট্রি নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। পুষ্পারাজের সারা গায়ে নীল রঙ, গলায় মালা, পরনে শাড়ি, পায়ে ঘুঙুর। পা দিয়ে ধুতির কোচা হাতে তুলে এন্ট্রি নিলেন আল্লু, ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজালেন। আল্লুর স্ত্রী শ্রীভল্লীর ভূমিকায় অভিনয় করবেন রশ্মিকা। অ্যাকশন, নাচ, গানে ভরপুর এই ছবি মুক্তি পাবে আগামী ১৫ অগাস্ট।