হৃতিক-দীপিকার ফাইটার ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলছে । কেউ বলছেন ভাল, কেউ খারাপ । বক্স অফিসেও ব্যবসা খারাপ হচ্ছে না । এবার 'ফাইটার'-এর রিভিউ দিলেন পি ভি সিন্ধু । সিনেমা দেখে কী বলছেন ব্যাডমিন্টন তারকা ?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সিন্ধু । অনিল কাপুরকে নিয়ে লিখেছেন মন ছুঁয়ে যাওয়া একটা শব্দ । পিভি সিন্ধু ইনস্টা স্টোরিতে পোস্ট করে লিখেছেন, 'কী মুভি। হৃতিক এবং দীপিকা, শুধু উফ, আর অনিল স্যার তো টাইমলেস । '
বক্স অফিসে 'ফাইটার'
২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'ফাইটার'। বক্স অফিসে শুরুটা দারুণ হয়েছে হৃত্বিকের । তবে, সোমবার কিছুটা কমেছে আয় । বক্স অফিসে পঞ্চম দিনে ৮কোটি ব্যবসা করেছে সিনেমাটি । সব মিলিয়ে ১২৬ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে 'ফাইটার'। খুব শীঘ্রই ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে সিনেমাটি ।