বিয়ের আগে হলদি অনুষ্ঠানে রাধিকার চোখ জোড়ানো সাজ প্রসংশিত হয়েছে সর্বত্র। পোশাকশিল্পী অনামিকা খান্নার ডিজাইন করা হলদে লেহেঙ্গায় সেজেছিলেন হবু কনে। গায়ে হলুদের পোশাকের লেহেঙ্গার ওড়নায় ছিল আসল চমক। হাজার হাজার টাটকা বেল ফুলের কুঁড়ি দিয়ে বিনি সুতোয় গাঁথা হয়েছিল রাধিকার ওড়না। ওড়নার পাড় ধরে সাজানো ৯০ এর বেশি তাজা গাঁদাফুল। তাজা ফুলের ওড়নার এই কনসেপ্ট প্রসংশিত হয়েছে বেজায়। কিন্তু এর সাজের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে 2 বছর আগের একটি ছবি |
এর সঙ্গেই ভাইরাল হতে শুরু করেছে, আরও একটি ছবি। সেটি অবশ্য বাংলার। মেকাপ আর্টিস্ট শুভম চক্রবর্তীর স্টাইলিং করা একটি ব্রাইডাল শ্যুটের ছবি। বাংলার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা মৈত্রকে তিনি সাজিয়েছিলেন এমনই এক ফুলেল ওড়নার সাজে। নতুন করে সেই ছবি শেয়ার করে নেটিজেনদের কেউ কেউ বলছেন, 'সবাই এখন যেটা ভাবছে, দাদার পুরনো ভাবনা'। শুভমের বানানো ওড়নাও সাজানো ছিল বেলিতেই, পাড় জুড়ে কাজ ঠাসা তাজা গোলাপের। আবার আরেক জন নেটিজেন বলেছেন, 'দুটো কাজই অসাধারণ'।
১২ জুলাই ডি ডে। দীর্ঘ প্রাক বিবাহ অনুষ্ঠানের পর, শুক্রবার চার হাত এক হতে চলেছে আম্বানি পুত্র অনন্ত এবং রাধিকা মার্চেন্টের। দফায় দফায় প্রিওয়েডিং চলেছে মায়ানগরীতে। বলিউড থেকে হলিউড, আম্বানিদের বিয়ে বাড়ি যেন কার্যত এক বিরাট তারকাদের মিলন মেলা। এর মধ্যে বারংবার নজর কেড়েছে হবু কনে রাধিকা মার্চেন্টের সাজ।
রাধিকা, অনন্তের হলদি অনুষ্ঠানে কে আসেনি? অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, ওরি ওরফে ওরহান, আলাভিয়া জাফেরি এবং খুশি কাপুররা জমিয়ে আনন্দ করেছেন অনন্ত, রাধিকার হলদি অনুষ্ঠানে| হলুদে রাঙা হয়ে বের হতে দেখা গিয়েছে সলমন খান, রণবীর সিং-কেও| সকলের অপেক্ষা, এখন সকলের অপেক্ষা বিয়ের দিনের|