সিনেমা বলব, নাকি রূপকথা? অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রিওয়েডিং নিয়ে চর্চাতেই কেটে গেল গোটা বছরের প্রায় প্রথম ছ'টা মাস। দু' দুখানা জমকালো প্রাক বিবাহ অনুষ্ঠান, একটা দেশে, আরেকটা স্পেনে। উদযাপনজুড়েই রাধিকার পোশাক নিয়ে হইহই হয়েছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেল হবু কনের এক সাদা-কালো গাউন। তার সারা গায়ে ছাপা অনন্তের প্রেমপত্র।
স্পেনের সমুদ্রে ভেসে ক্রুস পার্টিতে হয়েছিল উদযাপন। মধ্যমণি ছিলেন রাধিকা। পরনে রবার্ট উয়ানের ডিসাইন করা গাউন, সে গাউনজুড়ে অনন্তের চিঠি। রাধিকার ২২ বছরের জন্মদিনে বার্থডে গার্লকে একটা লম্বা চিঠি লিখেছিলেন অনন্ত। সেই চিঠিই গায়ে জড়িয়ে নিয়েছেন রাধিকা।
চিরকাল এই চিঠি তাঁর সঙ্গে এভাবেই রেখে দিতে চান রাধিকা, যাতে একদিন নিজের সন্তান বা তাদেরও সন্তানদের দেখাতে পারেন, ভালবাসার মানেটা দুজনের কাছে কেমন ছিল।
দু'টো প্রিওয়েডিং পেরিয়ে জুলাই-এ আসতে চলেছে সেই বিশেষ শুভদিন। অনন্ত-রাধিকার চারহাত এক হয়তে চলেছে ১২ জুলাই। সেই উপলক্ষ্যে তিন দিন ব্যাপী মহা উদযাপনের আয়োজন মুম্বইতে।