এপ্রিলের প্রথম সপ্তাহেই এনগেজমেন্ট হতে চলেছে বহু চর্চিত সেলেব কাপল রাঘব চড্ডা-পরিনীতি চোপড়ার, মিয়াঁ বিবির ঘনিষ্ঠ সূত্রে খবর তেমনই। বিগত সপ্তাহ দুয়েক ধরেই সেরকম জল্পনা চলছিল, শেষমেশ জল্পনায় সিলমোহর পড়তে চলেছে।
হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী দিল্লিতে বসবে বিয়ের আসর। এনগেজমেন্ট সেরিমোনির জন্য রাঘব-পরিনীতি খুব ধূমধাম ঘটায় বিশ্বাসী নন, উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।
সম্প্রতি বেশ কয়েকবার ডিনার ডেট, লাঞ্চ ডেট, বিমান বন্দরে একসঙ্গে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী এবং আপ নেতা কে। সম্পর্কের কথা সত্যি কিনা জিজ্ঞেস করা হলে লাজুক হেসেছেন পরিনীতি।