চির দিনই তুমি যে আমার খ্যাত জুটি রাহুল প্রিয়াঙ্কার (Rahul-Priyanka)জুটি রিল থেকে রিয়ালে গড়িয়েছিল, বিয়ে হয়েছিল, সন্তানের বাবা-মা হয়ে সংসার করছিলেন দুজন, তারপর বিচ্ছেদ, এখন সেই শুরুর দিকের মেঘ কেটে যেন নতুন সূর্য উঠছে। অনেকেই বলছে ফের কাছাকাছি আসছেন রাহুল-প্রিয়াঙ্কা। দোলের দিনে সহজও বাবা-মায়ের সঙ্গে দোল খেলল মহানন্দে।
'হ্যাপি ফ্যামিলির' ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে রঙের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন রাহুল। বিগত কয়েকদিনে, রাহুল-প্রিয়াঙ্কার একসঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, কখনও তিনজন একসঙ্গে জঙ্গলে গিয়েছেন ঘুরতে, কখনও আবার বাবার লেখা চিত্রনাট্য ছেলেকে পড়িয়ে শোনানোর সময় রাহুল-সহজের সঙ্গেই ছিলেন প্রিয়াঙ্কা।