চৈত্র নবরাত্রিতে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পূজিত হন দেবী অন্নপূর্ণা। অন্নপূর্ণাকে সমৃদ্ধির দেবী ধরা হয়। এই তিথিতে অন্নপূর্ণার পুজো করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং রাজ চক্রবর্তী (Raj Chakraborty) । কর্তা-গিন্নি নিষ্ঠা ভরে পুজো করেছেন অন্নপূর্ণার। বুধবার সেসব ছবি নিজেদের প্রোফাইলে শেয়ার করেছেন শুভশ্রী এবং রাজ।
শুভশ্রীর পরনে সোনালী জরির শাড়ি, সঙ্গে সোনার গয়না। রাজ সেজেছেন সাদা পাজামা পাঞ্জাবিতে। করজোড়ে পুজো করেছেন দুজন। অন্নপূর্ণার সামনে যজ্ঞও হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি দ্বিতীয় সন্তান ইয়ালিনির জন্ম দিয়েছেন শুভশ্রী -রাজ। পুত্র কন্যা নিয়ে এখন তাঁদের ভরা সংসার।