দু'দশকেরও বেশি হয়ে গিয়েছে, সিনেমার জগত থেকে নিজেকে সরিয়েই নিয়েছেন অভিনেত্রী রাখি গুলজার। মাঝে দু'টি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন, এবার শিবপ্রসাদ- নন্দিতার পরিচালনায় আবার বড়পর্দায় ফিরছেন তিনি।
'শুভ মহরৎ'-এর চিত্রনাট্য পড়ে ফেরাতে পারননি ঋতুপর্ণকে। তারপর আবার গৌতম হালদারের 'নির্বাণ' ছবিতে ফিরে এসেছিলেন। শুভ মহরৎ-এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন রাখি।। বহু বছর পর অভিনেত্রী আবার ফিরছেন শিবপ্রসাদ-নন্দিতা রায়ের হাত ধরে। ছবিতে রাখির পাশাপাশি থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। বিশেষ চরিত্রে শিবপ্রসাদ নিজেও থাকবেন।
Tota Roychowdhury: হিন্দিতে পরপর কাছের মাঝে কেন বাংলায় ছুটে আসেন টোটা? কার জন্য?
২০২৪-এর শুরুতে শুরু হবে ছবির শুটিং।