সদ্য বাবা হয়েছেন রণবীর কাপুর, মেয়েকে প্রথম কোলে নেওয়ার অভিজ্ঞতা কেমন ছিল টিনসেল টাউনের এই নিউ ফাদারের? ফুটফুটে মেয়েকে কোলে নিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি রণবীর। অঝোরে চোখ থেকে ঝরে পড়ছিল জল। আর সেই দেখে কেঁদে ফেললেন আলিয়াও। রণবীর-আলিয়ার ঘনিষ্ঠরা এরকমটাই জানিয়েছেন।
আলিয়ার মাথায় চুমু খেয়ে রণবীর নাকি কান্না থামিয়েছেন। রবিবার সকালেই এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া তাতেই খুশির হাওয়া বয়ে যায় অনুরাগীমহলে।
চলতি বছরের এপ্রিলে চার হাত এক হয়েছিল রণবীর-আলিয়ার। জুনের শেষে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন আলিয়া।