নায়িকার জাঁদরেল বাবা... মেয়ের সম্ভাব্য প্রেমিকদের ওপর কড়া নজর...চিরকাল এমনই ইমেজ রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick)। কিন্তু এবার রিটায়ার করছেন, বেশ আয়েশ করেই বাণপ্রস্থ কাটাবেন বলে ঠিক করেছেন মল্লিক থুড়ি ঘোষ বাবু।
ব্যাপার কী? আড্ডা টাইমসে (Adda times) আসছে নতুন ওয়েব সিরিজ, 'ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান', পরিচালনায় হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty)। এই প্রথম বড়পর্দা ছেড়ে ওটিটি-তে পা রাখা রঞ্জিত মল্লিকের। ট্রেলার দেখেই বোঝা যায় কমেডি ঘরানার সিরিজ।
আড্ডাটাইমসে ১১ অগাস্ট মুক্তি পাবে 'ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান', এখন দেখার অপেক্ষা সেই প্ল্যানে কী কী থাকছে?