দু'দিন আগেই খারাপ খবরটা এসেছিল। কফি উইথ করণ (Koffee with Karan) আর ফিরছে না। কিন্তু এই শোক সংবাদের আড়ালে থাকা টুইস্ট টা তখনও কেউ জানত না। কফি উইথ করণ টেলিভিশনকে বিদায় বলেছে ঠিকই, কিন্তু নতুন মোড়কে ফিরছে ওটিটি তে। এবং আগামী সপ্তাহেই শুরু হচ্ছে শুটিং।
একেবারে প্রথম এপিসোডেই করণের অতিথি হিসেবে থাকছেন, রণভীর সিং-আলিয়া ভাট (Ranveer Singh-Alia Bhatt) (Rocky aur Rani ki prem kahani), গল্লি বয় খ্যাত জুটি। আসলে করণ জোহরের পরিচালনায় রকি আউর রানিকি প্রেম কাহানি তেও একে অন্যের বিপরীতে রণভীর-আলিয়া।
হলিউডে অভিষেক হচ্ছে আলিয়া ভাটের, শুট করতে বিদেশ যাচ্ছেন অভিনেত্রী
শোনা যাচ্ছে বহু আলোচিত রণবীর-আলিয়ার বিয়ে এবং আলিয়ার হলিউড ডেব্যু নিয়েও বেশ জমাটি আড্ডা হবে কফি উইথ করণে। আর টিনসেল টাউনের অন্যান্য গসিপ তো থাকছেই। র্যাপিড ফায়ার রাউন্ডের হ্যাম্পার টা কে জিতছেন, সেই নিয়েও আগ্রহ রয়েছে সকলের।