গা ছমছমে সিনেমা, সিরিজ আমরা দেখি কেন বলুন তো? আসলে ভয় পেতে ভাল লাগে। বাংলায় ভাল ভুতুড়ে ছবি কিমবা ওয়েব সিরিজ তেমন হয় না বলে অভিযোগ অনেকেরই। সেই অভিযোগ ঘোচাতেই খুব শিগগির হইচই-তে আসছে সোহিনি সরকার (Sohini Sarkar) অভিনীত রক্ত বিলাপ (Rawktobilaap)। ট্রেলার দেখেই বেশ ভয় করছে তো, নাকি?
আগামী ১৮ ফেব্রুয়ারি হইচই (Hoichoi) তে মুক্তি পাচ্ছে রক্ত বিলাপ। সোহিনী ছাড়াও ছবিতে রয়েছেন তুহিনা দাস (Tuhina Das), ইন্দ্রাশিস রায় (Indrashish Roy), সপ্তর্ষি মৌলিক, কাঞ্চন মল্লিক (Kanchan Mallik), চন্দ্রেয়ীর মতো টলিউডের এক ঝাঁক তারকা।
সিঙ্গল ফাদার, অসমবয়সী প্রেমের গল্প বলবে 'বাবা বেবি ও', ৪ ফেব্রুয়ারি মুক্তি পেল ছবি
কলেজের বন্ধুদের রিইউনিয়ন ঘিরেই দানা বাঁধছে রহস্য। একটা বাড়িতে আটকে পড়েছে বন্ধুরা। বিপদ এগিয়ে আসছে ক্রমশ।
ছবির ক্যাপশন, “এই খেলায় জেতার চেয়ে বেঁচে থাকাটা বেশি জরুরি।”