আর জি কর কাণ্ডের আঁচ এখন গোটা বিশ্বে। নির্যাতিতার বিচারের দাবিতে এখনও লড়াই চালিয়ে নিয়ে যাচ্ছেন শুভবুদ্ধি সম্পন্ন অসংখ্য মানুষ। প্রতিবাদের 'স্পিরিটে' গমগম করছে কলকাতা৷ আর কলকাতার এই ঘটনা থেকেই নিজের সিনেমার প্লট ভেবে ফেলেছেন পরিচালক কিরণ রাও।
কিরণের সঙ্গে কলকাতার নারীর টান রয়েইছে। তাঁর বেড়ে ওঠা এই শহরেই, লেখাপড়া লরেটোতে। গড়িয়া হাট থেকে পার্কস্ট্রিট কলকাতা এসে সুযোগ পেলেই ঢুঁ মারেন। এবার সেই প্রতিবাদী তিলোত্তমাকেই অনুপ্রেরণা করে নতুন গল্পের প্লট সাজিয়ে ফেলেছেন কিরণ।
ইতিমধ্যেই তাঁর ছবি 'লাপাতা লেডিজ' মনোনীত হয়েছে অস্কারের মঞ্চে। অস্কার নমিনেশনের পরই কলকাতায় ঢুঁ মারেন এক অনুষ্ঠানের জন্য। সেখানেই আর জি কর ইস্যু থেকে নারী নিরাপত্তা নিয়ে সরব হন কিরণ। কিরণ জানান, 'এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সমাজের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছেন , সেটা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।'