সাত বছর ধরে একটু একটু করে রূপকথার গল্পের এক একটা পাতা ভর্তি হয়েছে, ভরে গেছে পাতার পর পাতা। আলি ফজল (Ali Fazal)-রিচা চড্ডার (Richa Chadha) রূপকথায় এবার নতুন অধ্যায়। খুব শিগগির চার হাত এক হচ্ছে ওঁদের। সেপ্টেম্বরেই ধূমধাম করে হবে সেলিব্রেশন।
দীর্ঘ সময় ধরেই প্রেমের সম্পর্কে আছেন আলি-রিচা। তাই, ওদের বিয়ের উদযাপনও হবে হৈহৈ করে। দক্ষিণ মুম্বইয়ের এক হোটেলে পাঁচ দিন ধরে ধুমধাম অনুষ্ঠান চলবে। ২৫ সেপ্টেম্বরের পরপরই বিয়ের অনুষ্ঠান শুরু হবে দিল্লিতে। তার পরে অক্টোবরের প্রথম সপ্তাহে জুটিতে যাবেন মুম্বই। সেখানেই বিয়ের অনুষ্ঠান শেষ হবে।
Sohini-Kaushik: সম্পর্কে ইতি, বন্ধুত্ব অটুট! পাহাড়ের কোলে ফিরে নতুন করে জীবন দেখা কৌশিক-সোহিনীর
২০১২-তে ‘ফুকরে’-এর সেটে প্রথম দেখা। আর প্রথম দেখাতেই প্রেম। প্রায় সাত বছর প্রেমপর্ব চালিয়ে ২০১৯-এ রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলি। ২০২০-তেই বিয়ের কথা ছিল। কিন্তু অতিমারী এসে গল্পটা একটু বদলে দেয়, তবে অপেক্ষা যে সুন্দর, তা আরও একবার প্রমাণ করল রিচা শর্মা-আলি ফজলের প্রেম।