গত বছর জুন মাসে ‘কুরুচিপূর্ণ মন্তব্য’ করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন 'মোক্সাবাদী’ রোদ্দুর রায় (roddur Roy)। এই নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। ‘ঠোঁটকাটা’ এই গায়ক ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তেমন একটা সক্রিয় নেই। এবার রোদ্দুরকে ছবিতে ফেরাচ্ছেন পরিচালক কিউ। 'বঙ্গ গোয়া হাইওয়ে'-র ট্রেলারে ১৯ সেকেন্ডের মাথায় এন্ট্রি নিলেন ‘মোক্সা গুরু’ এরপরেই শোরগোল শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Virat Kohli-Mamata Banerjee: 'বিরাট' পোস্টারে মুড়লো তিলোত্তমা, ডট ১২ টায় কিং কোহলিকে উইশ মুখ্যমন্ত্রীর
আগামী ১২ নভেম্বর এই সিরিজটি মুক্তি পাওয়ার কথা। সেখানে দেখানো হয়েছে গোয়া থেকে তাঁকে গ্রেফতারির দৃশ্যও। 'ট্যারা চোখ দেখে তাকে টেররিস্ট বলে সন্দেহ করা হচ্ছে...' রোদ্দুরের মুখে এই সংলাপও শোনা যায়। এখন সিরিজের অপেক্ষায় বাংলার সিনেমাপ্রেমীরা।