সম্প্রতি ফেসবুকে নিজের ডিসপ্লে পিকচার বা ছোট করে বললে ডিপি বদলেছেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh), ছবিতে দেখা যায় মঞ্চে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন তিনি। সেই ছবিতে ১০ লক্ষ মানুষ ইতিমধ্যেই জানিয়েছেন ভালোবাসা। অরিজিৎ এর বিনয়, তাঁর কাজের প্রতি একনিষ্ঠ ভালোবাসা বারংবার কুড়িয়েছে প্রশংসা। তাঁর ডিপি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলার আরও এক জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)। শুধু লভ রিয়্যাক্ট করেই ক্ষান্ত থাকেননি তিনি, সঙ্গে কমেন্টে রূপঙ্কর আরও লেখেন 'ভালোবাসা নিও'। আর তাঁর এই কমেন্টের পরেই পুরোনো স্মৃতি উস্কে কটাক্ষ করতে ছাড়লেন না অনুরাগীরা। পাল্টা তাঁর মন্তব্যের নীচেই কমেন্ট আসতে থাকে, 'হু ইজ অরিজিৎ ম্যান'।
দিন কয়েক আগে প্রয়াত গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র সম্পর্কে মন্তব্য করেছিলেন রূপঙ্কর। বলেছিলেন, 'হু ইজ কেকে'। তাঁর সেই মন্তব্যের পর ঝড় উঠেছিল গোটা বিনোদন জগতে। দুর্ভাগ্যজনকভাবে এরপর কলকাতাতেই মৃত্যু হয় কেকের। কিন্তু আজও রূপঙ্করের সেই মন্তব্য ভুলতে পারেননি নেটিজেনদের একাংশ।