একদিন আগেই ফেসবুকে লাইভ করে প্রখ্যাত বলিউড শিল্পী কেকে-র গায়নভঙ্গি নিয়ে 'তীর্যক' মন্তব্য করেছিলেন বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। তারপরেই তাঁর ওই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলিং। ক্ষোভে ফেটে পড়েন কেকে-র গানের বহু অনুরাগীও। সেই ক্ষোভে যেন ঘি পড়ে কেকে-র অকালমৃত্যুর (Singer KK died in Kolkata) সংবাদ শোনার পরে। এমনকি এ বার নাকি আসছে খুনের হুমকিও। সেই অভিযোগ নিয়েই এ বার থানায় যাচ্ছেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) ও তাঁর স্ত্রী চৈতালী।
জানা গিয়েছে, স্টার জলসার (Star Jalsha) ‘ইস্মার্ট জোড়ি’র শুট চলছে। মাঝপথে সেখান থেকেই বাউন্সার নিয়ে সোজা থানায় যাচ্ছেন চৈতালী।
আরও পড়ুন: মঞ্চে এখনও সাঁটা কেকে-র গানের তালিকা, শিল্পী কিন্তু মহাপ্রস্থানের পথে
প্রসঙ্গত, রূপঙ্করের (Rupankar Bagchi) ফেসবুকে চোখ রাখলেই বোঝা যাবে কী পরিমাণে ট্রোলড হয়েছেন গায়ক । একজন শিল্পী হয়ে আর একজন শিল্পীর সম্মান করতে না পারার মানসিকতা নিয়ে ধিক্কার জানিয়েছেন অনেকে । কেউ বলেছেন, তিনি হিংসা করেন । নেটিজেনদের একজন লেখেন, 'এতদিন ভাবতাম আপনি মানুষ, ভুল ভাবতাম ।' একজন লেখেন, "আপনাদের মতো সো কলড 'ভাল গায়ক'রা উচ্চাকাঙ্খা আর ঔদ্ধত্যেই শেষ হয়ে যান ।" অনেকেই লেখেন, রূপঙ্কর মানসিকভাবে অসুস্থ, ওঁনার দ্রুত আরোগ্য কামনা করি ।
মঙ্গলবার সন্ধ্যের নজরুল মঞ্চের জমাটি অনুষ্ঠান শেষে হোটেলে ফেরেন সঙ্গীতশিল্পী কেকে (KK)। অসুস্থ বোধ করায় হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাঁকে । কিন্তু রাস্তাতেই সব শেষ । মাত্র ৫৪ বছর বয়সে কলকাতার কনসার্টেই জীবনের শেষ গান গেয়ে বিদায় নিলেন শিল্পী ।