অভিনেত্রী থেকে নেত্রী, শুধু তাই নয় তিনি যাদবপুরের নবনির্বাচিত সাংসদ| কথা হচ্ছে সায়নী ঘোষকে নিয়ে| সদ্য তিনি দিল্লিতে পা রেখেছিলেন, সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে| নীল শাড়ি আর চোখে সানগ্লাস এঁটে, দিল্লির মেট্রোতে চড়েই সংসদে পৌঁছেছেন সায়নী| সেই ছবি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়|
নবনির্বাচিত সাংসদ গণ পরিবহনে যাতায়াত করছেন, এই ছবি বেশ হটকে| মঙ্গলবার লোকসভার অধিবেশনের শেষ বেলায় নতুন সংসদে শপথ নিয়েছিলেন বাংলার ৩৭ জন সাংসদ। প্রথমবার সাংসদ হিসাবে শপথ নিয়েছিলেন তৃণমূলের ইউসুফ পাঠান-সহ তৃণমূল-বিজেপি মিলিয়ে একগুচ্ছ নতুন মুখ। সায়নীও ছিলেন তাঁদের একজন| এবার ‘অতিসাধারণ’ ইমেজ বজায় রেখে ফের শিরোনামে সায়নী ঘোষ |