ফেলুদাপ্রেমী বাঙালির জন্য খুবই মনকেমন করা খবর। ডিসেম্বরে সন্দীপ রায়ের (Sandip Ray) হাত ধরে ফেলুদার (Feluda) ফিরে আসা হচ্ছে না বড় পর্দায়। প্রযোজনা সংস্থার সঙ্গে পরিচালকের মতের অমিল হওয়ায় সিদ্ধান্ত বদল হয়েছে। আপাতত হত্যাপুরীর (Hotyapuri) রহস্যের কিনারা তাহলে হচ্ছে না? স্পষ্ট উত্তর নেই কারোর কাছেই।
শোনা গিয়েছিল হত্যাপুরীতে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sengupta) ফেলুদা হিসেবে কাস্ট করেছিলেন সন্দীপ রায় (Sandip Ray)। জটায়ু হিসেবে উঠে এসেছিল পরিচালক অভিনেতা অভিজিৎ গুহর (Abhijit Guha) নাম। কিন্তু সেখানেই শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (SVF) সঙ্গে মতের অমিল হয় সন্দীপ রায়ের। তারপরই থমকে যায় সত্যজিৎ পুত্রের পরবর্তী ফেলুদা প্রোজেক্ট।
নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতলেন শ্রীলেখা
অন্য সংস্থার সঙ্গে এই মুহূর্তেই কাজ করা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেননি সন্দীপ রায়। অন্যদিকে SVF-এর হইচইতে (Hoichoi) আগামী মাসেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা সিরিজ, তাতে ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরী, জটায়ু অনির্বাণ চক্রবর্তী।