ফেলুদা ছাড়া বাংলায় শীত ঠিক জমে না। দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার পর এবার তাহলে জমিয়ে শীত নামছে বাংলায়। নানা জল্পনা, অনিশ্চয়তার পর সন্দীপ রায়ের 'হত্যাপুরী' মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। সামনে এল ছবির পোস্টার।
ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে আয়ুষ দাস, লালমোহন বাবুর চরিত্রে অভিজিৎ গুহ।
ছবির কাস্টিং নিয়ে পরিচালকের সঙ্গে মতান্তর হওয়ায় হত্যাপুরীর প্রযোজনা থেকে সরে এসেছিল এসভিএফ। সন্দীপ রায়ের পরিচালনায় হত্যাপুরী আদৌ হবে কিনা, সেই প্রশ্নই ঘুরছিল টলিপাড়ায়। অবশেষে ঘোষাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং শ্যাডো ফিল্মস-এর যৌথ প্রযোজনায় বাঙালির ডিসেম্বরের ভার্চুয়াল ডেস্টিনেশন পুরী। রহস্য জমবে সেখানেই।
অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ফেলুদা সিরিজ 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-এর শুটিং-ও শুরু হয়ে গিয়েছে। সেখানে ফেলুদার চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে।