শুটিং চলাকালীন আচমকা বিস্ফোরণ (Bomb Blast)। গুরুতর আহত বলি অভিনেতা সঞ্জয় দত্ত । জানা গিয়েছে, কন্নড় ছবি ‘কেডি’-র সেটে দুর্ঘটনাটি ঘটে । সেইসময় সেটেই ছিলেন অভিনেতা (Sanjay Dutt injured) । বিস্ফোরণে, অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে । ছবির শুটিং আপাতত বন্ধ রয়েছে ।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় সিনেমার শুটিং চলছিল । ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল শুটিং । সেইসময়ই আচমকা বোমা ফেটে বিস্ফোরণ ঘটে । জানা গিয়েছে, শুটিংয়ের কাজে জন্য বোমাটি রাখা ছিল বলে খবর । প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। তবে, তিনি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে বলেই খবর । বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পরই উদ্বেগ দেখা দিয়েছে ভক্তদের মধ্যে ।
আরও পড়ুন, Ushasie Chakraborty: অভিনয় নয়, দর্শক শুধুমাত্র ইন্সটাগ্রাম আর রিলস দেখবে! শঙ্কিত ঊষসী