শহরে সারা আলি খান । তাঁর আগামী ছবি 'জারা হাটকে জারা বাচকে' ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন । তবে, ছবির প্রচারের সঙ্গে সঙ্গে কলকাতার স্ট্রিটফুড চেখে দেখতে ভুললেন না 'ফুডি' সারা । ব্যস্ততম রাসেল স্ট্রিটে দাঁড়িয়ে 'টক-ঝাল' ফুচকাতে মজলেন অভিনেত্রী । শুধু তাই নয়, শহরে এসে রসগোল্লার স্বাদ নিতেও ভোলেননি অভিনেত্রী ।
শহরে পা রেখেই একটি গয়নার শো-রুমের উদ্বোধন করেন । এরপর সবুজ রঙের একটি স্লিভলেস চুড়িদার পরে সোজা চলে যান বলরাম মল্লিক রাধারমন মল্লিকে । মিষ্টিমুখ সেরেই অভিনেত্রীর নজর পড়ে ফুচকার দিকে। রাস্তায় দাঁড়িয়েই একটার পর একটা ফুচকা খেলেন অভিনেত্রী । তাঁকে দেখতে একটুকরো কলকাতা তখন ভিড় করেছে রাসেল স্ট্রিটে । ভিড়ের মধ্যে দাঁড়িয়েই অভিনেত্রী বলেন, কলকাতার ভাইবস তাঁর খুব পছন্দ । শহরে এসে দারুণ লাগছে । এদিন, ঝালমুড়ি খাওয়ারও ইচ্ছাপ্রকাশ করেন অভিনেত্রী ।
'জারা হাটকে জারা বাচকে' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল ও সারা আলি খান । ছবিটি ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ।