গোয়ার পানাজিতে মধুচক্রের (Goa prostitution racket busted) পর্দাফাঁস করল পুলিশ । ঘটনায় হায়দরাবাদের এক যুবককে গ্রেফতার করা হয়েছে । সেইসঙ্গে তিনজন মহিলাকে উদ্ধার করা হয়েছে । জানা গিয়েছে, তাঁর মধ্যে একজন বলিউডের টেলিভিশন অভিনেত্রী (Television Actress) ।
ক্রাইম ব্রাঞ্চের (Crime Brunch) জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিভি অভিনেত্রী ও আরও এক মহিলা মুম্বইয়ের ভিরার বাসিন্দা ও তৃতীয়জন হায়দরাবাদের বাসিন্দা । পুলিশ জানিয়েছে, ক্রাইম ব্রাঞ্চের থেকে হাফিজ সইদ বিলাল নামে অভিযুক্ত ব্যক্তির খবর পাওয়া গিয়েছিল । জানা গিয়েছিল, ওই ব্যক্তি মধুচক্রের সঙ্গে জড়িত । এরপরই, রীতিমতো পরিকল্পনা করে জাল সাজিয়ে এই মধুচক্রের হদিশ পায় পুলিশ ।
আরও পড়ুন, Shootout in Tiljala: সাতসকালে তিলজলায় শ্যুটআউট, গুলিবিদ্ধ এক, আতঙ্কে এলাকাবাসী
পুলিশের তরফে ভুয়ো খদ্দের সেজে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হয় । ৫০ হাজার টাকার চুক্তি হয় । চুক্তি মতো সাংগোল্ডা গ্রামের কাছে একটি অভিজাত হোটেলে তিন জন মহিলাকে পাঠিয়ে দেয় ওই অভিযুক্ত । সেখান থেকেই তিনজন মহিলাকে উদ্ধার করে পুলিশ । সেইসঙ্গে অভিযুক্তকেও গ্রেফতার করা হয় ।
গোয়ার ক্রাইম ব্র্যাঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মধুচক্র থেকে উদ্ধার হওয়া তিন মহিলার বয়স ৩০ থেকে ৩৭-র মধ্যে । বৃহস্পতিবার এই তিন মহিলাকে নিয়ে গোয়ায় এসেছিল ২৬ বছরের ওই যুবক ।