৪ বছর বাদে বড় পর্দায় ফিরে এসেছেন বলিউডের বাদশা। 'পাঠান' ছবির ব্যবসা ইতিমধ্যেই আগের সমস্ত রেকর্ড ভেঙে দিতে বসেছে। মাত্র ২ দিনেই বিশ্বজুড়ে ছবিটি ২০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। এই ছবিকে শাহরুখের 'কামব্যাক' ছবি হিসেবেও দেখছেন অনেকে। তার কারণ, এর আগে বহু বছর তেমনভাবে বক্স-অফিসে কোনও সুপারহিট দিতে পারেননি কিং খান।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শাহরুখ। সেখানে ১৯৯৭ সালের বিখ্যাত মার্কিন ছবি 'গাত্তাচা'র একটি ডায়লগ শেয়ার করেন। তারপর লেখেন- 'গাত্তাচা সিনেমা "আমি পিছনে সাঁতরে কোনওকিছুকেই বাঁচাতে যাইনি। আমার মনে হয়, জীবনও অনেকটা এরকমই। তুমি কবে ফিরে আসবে তা তুমি ঠিক করতে পারো না। তুমি শুধু এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারো। কামব্যাক করার কিছু নেই। বরং, যেটা শুরু করেছিলে, সেটা শেষ করলেই হয়। একজন ৫৭ বছর বয়সীর উপদেশ"।