ফের চর্চায় ঢালিউডের সুপারস্টার শাকিব খান । ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি । প্রাক্তন স্ত্রী অপু ও বুবলিকে নিয়ে বিতর্কে জড়িয়েছেন বহুবার । আবারও একবার লাইমলাইটে শাকিব । জানা গিয়েছে, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলাদেশের সুপারস্টার । সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সংসারী হতে চান শাকিব । অভিনেতার জন্য নাকি পাত্রী খোঁজাও চলছে । ইতিমধ্যেই একজনকে মনেও ধরেছে তাঁর ।
বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, এক চিকিৎসক পাত্রীকে পছন্দ হয়েছে তাঁর । পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে বাংলাদেশে ফিরেছেন ওই পাত্রী । সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি ।
জানা গিয়েছে, ছেলে যাতে সংসারী হয়, তার জন্য পরিবারের তরফে শাকিবের বিয়ের উদ্যোগ নেওয়া হয়েছে । এমনকী, শাকিবের বাড়িতে অপু ও বুবলিকে আসতেও নিষেধ করা হয়েছে । উল্লেখ্য, অপু বিশ্বাস, শবনম বুবলি এবং শাকিব খান, তাঁদের ত্রিকোণ সম্পর্কের জেরে শিরোনামে থাকেন । দু'জনেই তাঁর প্রাক্তন স্ত্রী । তবে, অপু ও বুবলি-র দাবি, শাকিবের সঙ্গে নাকি তাঁদের সম্পর্ক বেশ ভাল । তবে, অপু, বুবলিকে অতীত করে ফের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শাকিব ।