সবে ধুমধাম করে বিয়ে করলেন ফারহান আখতার-শিবানী দন্ডেকর (Farhan Akhtar-Shibani Dandekar)। বিয়ের পর রোজই চোখ ধাঁধানো লুকের কোনও না কোনও ছবি পোস্ট করছিলেন মিয়াঁ বিবি। সে সবের একটিতে শিবানীর পেট সামান্য উঁচু দেখে অতি উৎসুক নেটিজেনদের মধ্যে শুরু হয়ে যায় নানা আলোচনা। শিবানী কি অন্তঃসত্ত্বা। সেই নিয়ে চলতে থাকে চর্চা।
শেষমেশ মুখ খুললেন শিবানী (Shibani Dandekar)। ইন্সটা স্টোরিতে শেয়ার করলেন নির্মেদ পেটের ছবি। ভিডিয়োর ক্যাপশনে শিবানী লেখেন, ‘আমি নারী! আর হ্যাঁ, আমি প্রেগন্যান্ট নই’। তাহলে কেন শিবানীর পেট ফোলা লাগছিল? সেই কারণও ব্যাখা করেছেন শিবানী দান্ডেকর। বিয়ের অনুষ্ঠানে একটু বেশি টাকিলা (এক ধরণের মদ) পান করে ফেলেছিলেন তিনি।
'পাঠান' মুক্তির তারিখ ঘোষণা করল যশরাজ, শাহরুখ অনুরাগীদের উন্মাদনা সোশ্যাল মিডিয়ায়