শিল্পা শেট্টি বলিউডের সবচেয়ে ফ্যাশনদুরস্তদের একজন, এ বিষয়ে সন্দেহ নেই। চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবেতেই তাঁর সৌখিনতার ছোঁয়া। এ হেন শিল্পা নিজের পায়ের জুতো নিয়ে নিজেই মুগ্ধ, ব্যাপার কী?
শিল্পার ছেলে বিয়ান, তাঁর মায়ের জন্য একটি জুতো বানিয়েছে। না, একেবারে শিশুসুলভ অপটু হাতের কাজ ভাববেন না, দেখে মনে হয়, পেশাদার শিল্পীর কাজ। একটি ক্যানভাস জুতোকে রঙ করে তাতে বাঘ এঁকেছে বিয়ান, দু পাটির দু'রকমের রং, ঠিক তাঁর ডিভা মা যেমনটা চান আর কী!
মা তো ছেলের এই প্রতিভায় মুগ্ধ। নিজের ইন্সটায় সেই নিয়ে একটি ভিডিওও পোস্ট করেছে শিল্পা।