রূপকথায় হ্যাপি এন্ডিং হয় না, বরং বলা যায় রূপকথার গল্পে জুড়তে থাকে নতুন নতুন পাতা। সিদ্ধার্থ-কিয়ারার রূপকথায় যেমন খুব শিগগির জুড়ছে রঙিন একটা অধ্যায়। বলিউডে আরও এক 'বিগ ফ্যাট ওয়েডিং'। বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা।
রণবীর-আলিয়ার পর বলিপাড়ায় তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন চলছিলই, বিয়েটা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই। নিজেদের সম্পর্ক নিয়ে প্রথম দিকে একটু আড়াল রেখেছিলেন দুই বলি তারকা। কিন্তু প্রেমের খবর কি আর চাপা থাকে? ওদের দুজনের মনে যে ভরপুর বসন্ত এসেছে, টের পেয়েছিল গোটা দেশ।
পর্দায় প্রথম একসঙ্গে জুটি হিসেবে সিদ্ধার্থ-কিয়ারার আত্মপ্রকাশ 'শেরশাহ'এ। ব্যাস! পর্দার প্রেম গড়াল পর্দার বাইরে, তারপর তা ছুটল তরতরিয়ে।
শেষ একটা বছর তাঁদের ঘনঘন একসঙ্গে দেখা গিয়েছে এদিক ওদিক, কখনও টিনসেল টাউনে। কখনও আবার দূরে কোথাও। সব মিলিয়ে প্রকাশ্যে সম্পর্ক নিয়ে মুখ না খুললেও বুঝিয়ে দিয়েছিলেন তাঁদের রসায়ন জমে ক্ষীর।
ভুলভুলাইয়া ২ ছবি মুক্তির সময় একটু মান অভিমানও হয়েছিল দুজনের। বিচ্ছেদের জল্পনা গাঢ় হচ্ছিল ক্রমশ। কিন্তু শত্রুদের মুখে ছাই দিয়ে ফের একই রূপকথার চরিত্র হয়ে রইলেন দুজন।