১৭ বছর পরে 'বিতর্কিত চুম্বন' মামলায় ইতি মিকা সিংহ (Mika Singh) ও রাখি সাওয়ান্তের (Rakhi Sawant)। বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট মামলাকে বাতিল ঘোষণা করল। ২০০৬ সালে দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে দায়ের করা হয়েছিল এই মামলা।আদালতের পর্যবেক্ষণ, ১৭ বছরে দুই তারকার মধ্যে সম্পর্ক ও পরিস্থিতি দুইই বদলেছে।
পিটিআই সূত্রে খবর, রাখির সম্মতিতেই মামলাকে বাতিল ঘোষণা করেছে আদালত। মিকা ও রাখির দাবি, তাঁরা একে অপরের সঙ্গে মিটমাট করে নিয়েছেন।
ঠিক কী ঘটেছিল? ২০০৬ সালে মিকা সিংহের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলে রাখি। কেক কেটে উদযাপন চলছিল।তার মাঝে মিকা হঠাৎ ঠোঁটে চুম্বন করে বসেন রাখীর।