ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসে যখন ভিড় উপচে পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুড়ির বস্তা হাতে তীব্র কটাক্ষে বিঁধছেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে, ঠিক তখনই নেট দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে হরেক মজার মিম।
তৃণমূলের সমাবেশে বিপুল ভিড় হওয়ার সম্ভাবনায় আগেভাগেই ছুটি দিয়ে দিয়েছেন বেশ কিছু স্কুলের কর্তৃপক্ষ। নেট দুনিয়ায় নিজেকে স্কুলশিক্ষিকার সন্তান বলে পরিচয় দিয়ে একজন লিখেছেন, তাঁর মায়ের মোবাইলে একের পর এক ফোন আসছে। পড়ুয়ারা জিজ্ঞেস করছে, আজ কি স্কুল ছুটি! কারও ব্যঙ্গ আবার আরও তীব্র- স্কুল কলেজ অফিস আদালত রাস্তাঘাট ট্রেন বাসের শহীদ দিবস আজ।
Mimi-Ankush: চার বছর পর ফের মিমি-অঙ্কুশ জুটি, দুবাইয়ে শুটিং সেরে ফিরলেন টলিউডের দুই ব্যস্ত তারকা
তৃণমূলের সভায় আসা জনতার একাংশকে শাসকদল ডিম এবং মাংস খাওয়ায় বলে প্রচার৷ একজনের কটাক্ষ, প্রোটিন মিলবে কোথা থেকে! বাজারে ডিমের আকাল!
ট্রেন বাসে সকাল থেকেই উপচে পড়া ভিড়। কারণ বহু বাস ভাড়া করে সমাবেশে এসেছেন তৃণমূল কর্মীরা। ফলে পথে বাডের আকাল। ঝুলে ঝুলে যেতে হচ্ছে অফিসযাত্রীদের। একজনের কটাক্ষ, আজ অফিসযাত্রীদের একুশে ঝুলাই। এক প্রখ্যাত কার্টুনিস্টের কলমের ফুটে উঠেছে সমালোচনা। একজন গরীব অভুক্ত মানুষের ছবি এঁকেছেন তিনি, যাঁকে সমাবেশে এনে খাবার দিচ্ছে তৃণমূল ও বিজেপি।
নেট জগতে ভাইরাল হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের একটি ছবি। সেখানে তৃণমূলের 'ধর্মতলা চলো'র ব্যানারের পাশেই পোস্টার - 'যাব না! কী করবেন?'
তবে মমতার বক্তৃতা চলাকালীনই ভাইরাল হয়েছে অন্য একটি ছবি। তাতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুক লাইভে সমাবেশ দেখছেন। নেট নাগরিকদের কটাক্ষ, নন্দীগ্রামের বিধায়ক এখনও মনে মনে প্রাক্তনকেই ভালোবাসছেন।